সোমবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে পশ্চিম রামপুরার ওমর আলী লেনের লোহার গেটের ওই বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন- চাঁদপুরের মতলব উপজেলার মাজহারুল ইসলাম (২২) ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আরিফ (২০)।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, ওমর আলী লেনের লোহার গেট এলাকায় ওই বাড়িতে পাইলিংয়ের কাজ করছিলেন দুই শ্রমিক। এ সময় এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন, তখন তাকে বাঁচাতে অপরজন এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের অন্য শ্রমিকরা মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে রামপুরার বেটার লাইফ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করে।
এসআই জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এজেডএস/এইচএ/