উপজেলার নানিয়া গ্রামে নিজের বাড়ি থেকে সোমবার (১৫ জুলাই) দুপুরে নিখোঁজ হওয়ার পর সন্ধ্যায় বন্যার পানি থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।
উজ্বল নানিয়া গ্রামের বাদল মিয়ার ছেলে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম বাংলানিউজকে বলেন, শিশু উজ্বল দুপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন কেউ তাকে খুঁজে পাচ্ছিলো না। পরে সন্ধ্যায় উজ্বলের মরদেহটি বাড়ির পাশে বন্যার পানিতে ভাসতে দেখা যায়। তখনই স্বজন ও প্রতিবেশীরা তার মরদেহ উদ্ধার করেন।
বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এইচএ/