ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

বন্যার পানিতে ভেসে উঠলো নিখোঁজ শিশুর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
বন্যার পানিতে ভেসে উঠলো নিখোঁজ শিশুর মরদেহ

নেত্রকোণা: নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় উজ্বল মিয়া নামে সাড়ে পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ বন্যার পানি থেকে উদ্ধার হয়েছে।

উপজেলার নানিয়া গ্রামে নিজের বাড়ি থেকে সোমবার (১৫ জুলাই) দুপুরে নিখোঁজ হওয়ার পর সন্ধ্যায় বন্যার পানি থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।

উজ্বল নানিয়া গ্রামের বাদল মিয়ার ছেলে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম বাংলানিউজকে বলেন, শিশু উজ্বল দুপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন কেউ তাকে খুঁজে পাচ্ছিলো না। পরে সন্ধ্যায় উজ্বলের মরদেহটি বাড়ির পাশে বন্যার পানিতে ভাসতে দেখা যায়। তখনই স্বজন ও প্রতিবেশীরা তার মরদেহ উদ্ধার করেন।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।