সোমবার (১৫ জুলাই) বিকেলে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক দিন ধরে অতি বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ভোগাই নদীর পানি বেড়ে গেছে।
গত শনিবার (১৩ জুলাই) মধ্যরাতে উত্তর কুন্নগন রাজারখালপাড়ে এলাকায় ভোগাই নদীর ২০০ ফুট বাঁধ এবং ফকিরপাড়া চেয়ারম্যানের বাড়ির পেছনে ভোগাই নদীর সাড়ে ৪০০ ফুট বাঁধ ভেঙে যায়।
এলাকাবাসী ঢলের পানি নিষ্কাশনের জন্য ভেঙে যাওয়া বাঁধ দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু ভাঙনকবলিত অংশ পরিদর্শন করে মরিচপুরান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার শফিক আহমেদকে বাঁধ সংস্কারের নির্দেশ দিয়েছেন।
চেয়ারম্যান খন্দকার শফিক আহমেদ বাংলানিউজকে জানান, দুই অংশে সাড়ে ৬০০ ফুট ভোগাই নদীর বাঁধ ভেঙে গেছে। ভাঙন অংশ দিয়ে পানি প্রবেশ করায় সড়কসহ সাতটি গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নদীর পানি কমলেই বাঁধ সংস্কারের দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু বাংলানিউজকে বলেন, দু’টি ভাঙন অংশ দেখেছি। ওই ইউনিয়নের চেয়ারম্যানকে পানি কমার সঙ্গে সঙ্গে বাঁধ সংস্কার করতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৪১৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এইচএ/