মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার আনন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাবনার চাটমোহর উপজেলার খয়রা গ্রামের খায়রুল ইসলাম (৩৭) ও নিজাম উদ্দিন(৫০)।
আহতরা হলেন- জমির মালিক জামির মালিতা ও তার ভাইপো সাব্বির হোসেন।
রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ রবিউল ইসলাম বাংলানিউজকে বলেন, বিকেলে বৃষ্টির মধ্যে অন্যের জমিতে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন ওই দুইজন এবং আহত হন জমির মালিক ও তার ভাইপো। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এসআরএস