ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

নাটোরে গ্রেফতার বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
নাটোরে গ্রেফতার বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

নাটোর: নাটোরে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া জিম উইরিয়াম ওরফে জেমস নামে এক নাইজেরিয়ান নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে নাটোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।  

নাটোর ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) সৈকত হাসান বাংলানিউজকে জানান, গুরুদাসপুরের স্কুলশিক্ষক দেলোয়ার জাহান সুমনের সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব হয় কথিত ইউএস আর্মি সদস্য পরিচয়দানকারী কাইল হ্যারিসের।

বন্ধুত্ব সম্পর্ক করে সিরিয়া শান্তি মিশন থেকে সুমনের নামে বিশেষ উপহার পাঠায় কাইল হ্যারিস। সেই উপহারের সূত্র ধরে সুমনের কাছ থেকে দু’দফায় প্রায় ৩ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। উপহারটি কাস্টমসে আটকে গেছে এমন কথা বলে প্রতারক চক্রের সদস্য নাইজেরিয়ান নাগরিক জিম উইলিয়াম আরো ৪ লাখ ৪০ হাজার টাকা নিতে গত ৩ জুলাই (বুধবার) রাতে নাটোরে আসেন।

এক পর্যায়ে শহরের চকরামপুর এলাকার একটি রেস্টুরেন্টে সুমনের সঙ্গে দেখা করেন এবং জিম তাকে বিভিন্নভাবে বিদেশে নিয়ে যাওয়া এবং ব্যবসা করে অনেক টাকা লাভের লোভ দেখান। এসময় তিনি ৪ লাখ ৪০ হাজার টাকা দাবি করেন এবং উপস্থিত ওই শিক্ষকের কাছ থেকে ২ লাখ ৯২ টাকা হাতিয়ে নেন। ঘটনাটি দেলোয়ার জাহানের সন্দেহ হলে নাটোরের গোয়েন্দা (ডিবি) পুলিশকে জানায়।

এর পরিপ্রেক্ষিতে ৩ জুলাই (বুধবার) দিনগত রাতে ফের টাকা নিতে এলে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি ড্রাইভিং লাইসেন্স ও একটি ভিসার কাগজ পাওয়া যায়। গ্রেফতার হওয়া জিম নাইজেরিয়ার বেনিন শহরের ইয়ারীর ছেলে।

ডিবির ওসি আরও জানান, গ্রেফতার হওয়া বিদেশি নাগরিক জিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশের উপ পরিদর্শক(এসআই) লিটন কুমার সাহা নাটোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রহমানের আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

বাংরাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।