জব্দ করা কাঠ ও ট্রাক, ছবি: বাংলানিউজ
ফেনী: ফেনীতে ১৬ লাখ টাকার চোরাই সেগুন কাঠসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (১৬ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অভিযান চালিয়ে ট্রাকসহ কাঠগুলো জব্দ করা হয়।
ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অভিযান চালায় বিজিবি সদস্যরা।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাক রেখে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে ট্রাকটি থেকে অবৈধ ৪৮ দশমিক ৬৯ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৬ লাখ ৩৯ হাজার ৪’শ ১৫ টাকা।
জব্দ করা কাঠ ও মিনিট্রাকটি ফেনী সামাজিক বন বিভাগে জমা দেওয়া হয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এসএইচডি/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।