মঙ্গলবার (১৬ জুলাই) পৌরসভার হল রুমে যানজট নিরসন কমিটির একটি সভায় এ সড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়।
জানা গেছে, গ্যাসের দাম বাড়ার অজুহাতে বৃহস্পতিবার (১১ জুলাই) থেকে শহরের প্রধান সড়ক মহিপাল থেকে ট্রাংক রোডে ৩ টাকা করে বাড়তি ভাড়া আদায় করছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা।
এর আগেও পৌরসভার পক্ষ থেকে প্রতিটি রুটে ৫ টাকা ভাড়া নির্ধারণ করা হলেও গ্যাসের দাম বাড়ানোর অজুহাতে তখন ৭ টাকা আদায় করেন চালকরা। ভাংতি না থাকার কথা বলে ৮ টাকাও আদায় করতেন।
এ ব্যাপারে ফেনী পৌরসভার প্যানেল মেয়র ও যানজট নিরসন কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম স্বপন মিয়াজী বাংলানিউজকে জানান, মেয়রের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ থাকবে।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এসএইচডি/ওএইচ/