মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টা থেকে ১৫টি ফেরির মধ্যে ছয়টি ফেরি চলাচল করছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. নাসির বাংলানিউজকে জানান, পদ্মায় প্রচণ্ড স্রোতের কারণে দুপুর থেকে বন্ধ আছে ডাম্প ফেরি।
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলিম বাংলানিউজকে জানান, ফেরি চলাচলের চ্যানেলে নাব্যতা সংকট নেই। বন্যার পানি নামছে ও নদীতে স্রোতের গতিবেগ অনেক বেশি। সকাল থেকেই স্রোত বেশি নদীতে, দুপুরের দিকে ফেরি চলাচল অনুপযোগী হয়ে পড়ে। এ ঘাটের বেশিরভাগ ফেরিগুলো দুর্বল প্রকৃতির হওয়ায় তীব্র স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে চলতে অক্ষম।
তিনি আরও জানান, আগে এক থেকে সোয়া এক ঘণ্টার মধ্যে ফেরি শিমুলিয়া থেকে যাত্রী ও যানবাহন নিয়ে কাঁঠালবাড়ী পৌঁছতো। কিন্তু এখন সময় লাগছে দুই থেকে আড়াই ঘণ্টার বেশি। ঘাট এলাকায় বর্তমানে চার শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায়। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যা তিন শতাধিকের বেশি।
শিমুলিয়া ঘাটের যাত্রীরা বাংলানিউজকে জানান, পদ্মায় স্রোত বেশি থাকায় ফেরিগুলো মাঝ পদ্মায় গিয়ে আটকে যায়। দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আবার গন্তব্যে রওনা করে। যার কারণে নির্ধারিত সময়ের থেকে বেশি সময় লাগছে। কম সংখ্যক ফেরি চলাচল করার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে এ রুটের যাত্রীদের।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এসআরএস