মঙ্গলবার (১৬ জুলাই) ভোরে কোস্টগার্ডের দু’টি জাহাজ ভারতীয় সীমানার উদ্দেশে এসব ট্রলার ও জেলেদের নিয়ে কলাপাড়ার পায়রা বন্দরের কোস্ট গার্ডের ঘাঁটি ত্যাগ করে।
কোস্ট গার্ডের মিডয়া কর্মকর্তা লে. শাকিল জানান, গত ৭ জুলাই ঝড়ের কবলে পড়ে বাংলাদেশের সীমানায় প্রবেশ করা জেলেদের বাংলাদেশ কোস্টগার্ড নিরাপদ হেফাজতে নেওয়ার ৯ দিন পরে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ভারতীয় সীমানায় পৌঁছেয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।
তিনি আরো জানান, দু’টি জাহাজের প্রহরায় ভারতীয় সীমানার প্রবেশমুখে সেদেশের কোস্ট গার্ডের কাছে হস্তান্তর উদ্দেশে তারা যাত্রা করেছে। সন্ধ্যা নাগাদ ভারতীয় জলসীমায় কোস্ট গার্ডের কাছে জেলেদের হস্তান্তর করার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এসএইচ