ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জয়পুরহাট: জয়পুরহাট শহরের সার্কিট হাউজ এলাকায় দুইটি মোটরসাইকেলের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান নামে এক আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মিজানুর জয়পুরহাট সদর উপজেলার পাইকরতলী গ্রামের বাসিন্দা ও জেলা প্রশাসনের কর্মচারী (জারিকারক)।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, জয়পুরহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা জেলা শহরের দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে দুইটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী মিজানুরসহ অটোরিকশার ছয়জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে সেখানে মিজানুর ও মেশতাক নামে দু’জনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠালে, নেওয়ার পথে মিজানুরের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।