ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

দেশের স্বার্থে ডিসিদের কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
দেশের স্বার্থে ডিসিদের কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা, ছবি: বাংলানিউজ

ঢাকা: দেশ ও দেশের জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। এসময় সরকারের উন্নয়ন কার্যক্রমে ডিসিদের সহযোগিতার ফলে দেশ এগিয়ে গেছে উল্লেখ করে ডেপুটি স্পিকার তাদের ধন্যবাদও জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে ‘জেলা প্রশাসক সম্মেলন’র অংশ হিসেবে জেলা প্রশাসকরা ডেপুটি স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎ অনুষ্ঠান শেষে সংসদ ভবনের নিজ কার্যালয়ে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া সাংবাদিকদের বলেন, আমি ডিসিদের বিশেষভাবে আহ্বান জানিয়েছি, যে যে জেলায়ই থাকবেন, সে জেলাকে নিজের জেলা হিসেবে মনে করবেন।

এটা মনে করলেই উন্নয়ন ত্বরান্বিত হবে। আমি তাদের আরও বলেছি, কে কোন দল করেন জানি না, আপনারা একটা বিষয় মনে রাখবেন, দেশ স্বাধীন না হলে আমরা আজকের অবস্থায় আসতে পারতাম না। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মসূচি সর্বাত্মকভাবে ত্বরান্বিত করবেন। উন্নয়ন কাজে আপনারা সহযোগিতা করছেন বলেই, আজ আমরা এগিয়ে যেতে পারছি। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, ১৫ আগস্ট তাকে হত্যা করা না হলে, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরকে বলতে হতো আমরা বাংলাদেশের মতো উন্নত হবো।

এদিকে, অনুষ্ঠান শেষে সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে ডেপুটি স্পিকার বলেন, সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে মাঠ পর্যায়ে নীতি বাস্তবায়নে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

জেলা প্রশাসন কর্মকর্তাদের দক্ষতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ডিসিদের অবশ্যই জেলার অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে কাজের সমন্বয়ের পাশাপাশি জনগণের মৌলিক অধিকার পূরণে সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকর সিদ্ধান্ত দিতে হবে। ডিসিদের সঙ্গে সমন্বয় আছে বলেই উন্নয়ন এতো তরান্বিত হচ্ছে। জেলা প্রশাসকদের মাধ্যমে সরকারের নীতি প্রতিষ্ঠা পেয়ে থাকে।

তিনি আরও বলেন, আইন বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। কারণ আইন প্রণয়নের পর সেটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেন কর্মকর্তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। জনপ্রতিনিধিদের সহযোগিতায় জেলা প্রশাসকদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে অচিরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।

এসময় জাতীয় সংসদের পক্ষ থেকে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের ধন্যবাদ জানিয়ে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব এম শফিউল আলম। এ সময় জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, হুইপ ইকবালুর রহিম,  হুইপ সামশুল হক চৌধুরী, জাতীয় সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব আইম গোলাম কিবরিয়া, সব বিভাগীয় কমিশনার, জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
এসকে/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।