বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।
এর আগে বিকেলে একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রিফাত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক আরিয়ান শ্রাবণ।
এ বিষয়ে রিফাত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. হুমায়ুন কবির বলেন, ‘আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান অভিযুক্ত নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
এছাড়া এ মামলার এজহারভুক্ত ও এজহারের বাহিরে থাকা ১৫ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে এখন পর্যন্ত ১২ জন অভিযুক্ত রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। বাকি দুই অভিযুক্ত রিমান্ডে রয়েছেন। আর আজ সকালে গ্রেফতার করা রিশান ফরাজীকে আগামীকাল আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০২৩৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
এমএমএস