শুক্রবার (১৯ জুলাই) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামের বানু হোসেন (৪০) ও তার ছেলে সুমন মিয়া (১৪)।
স্থানীয়রা জানায়, সকালে বাবা ও ছেলে মাছ ধরতে পাগনার হাওরে যান। এ সময় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন হাওরে পড়ে বাবা ও ছেলের মরদেহ থাকতে দেখে উদ্ধার করে পরিবারকে খবর দেয়।
পুলিশ জানায়, মরদেহ দাফন করার জন্য পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা পাল বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
আরআইএস/