ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু সেতুতে পিকআপভ্যান উল্টে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
বঙ্গবন্ধু সেতুতে পিকআপভ্যান উল্টে চালক নিহত

টাঙ্গাইল: উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যান উল্টে চালক বাপ্পী (২৬) নিহত হয়েছেন।
 

শুক্রবার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে সেতুর উত্তর লেনের ২৪ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। বাপ্পী টাঙ্গাইল সদর উপজেলার ইয়াসিনের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী মাছভর্তি একটি পিকআপভ্যান বঙ্গবন্ধু সেতুর ২৪ নম্বর পিলারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই পিকআপভ্যান চালক।  

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।