ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

‘যেকোনো মূল্যে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
‘যেকোনো মূল্যে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা হবে’ র‌্যালিতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী, ডিএনসিসি মেয়রসহ অনেকে/ছবি- জি এম মুজিবুর

ঢাকা: রাজধানীতে হঠাৎ করে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। তবে যেকোনো মূল্যে ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার (১৯ জুলাই) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘এডিস মশা নিরাপদ থাকুন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করুন’ শীর্ষক র‌্যালিতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।  

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আয়োজনে অনুষ্ঠিত র‌্যালিটি খামার বাড়ি ঘুরে ফের মানিক মিয়া অ্যাভিনিউর দক্ষিণ প্লাজা গেটে এসে শেষে হয়।

এতে উপস্থিত ছিলেন ডিনসিসি মেয়র আতিকুল ইসলামসহ অন্যরা।  

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সিটি করপোরেশন থেকে এডিস মশা ও ডেঙ্গুর জন্য সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে। রাজধানীতে হঠাৎ করে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। সচেতনতা বাড়ানোর জন্যই আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা সবাইকে জানাতে চাই আপনারা (জনগণ) সচেতন হউন। ডেঙ্গু নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আমাদের সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। বাসা, বাড়ির আঙিনা, ফুলের টবে যাতে পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। নিয়মিত এসব পানি পরিষ্কার করতে হবে। জমে থাকা পানিতে এডিস মশা জন্মায়।

মেয়র আরো বলেন, ডিএনসিসির এলাকা থেকে ডেঙ্গু ভাইরাস বহনকারী এডিস মশা নিধন না হওয়া পর্যন্ত আমরা সার্বিকভাবে কাজ করে যাবো। এই কাজকে আরও গতিশীল করতে  মশক নিধন বিভাগ ও ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটিল বাতিল করা হয়েছে। মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির মশকনিধন কর্মী ও সুপারভাইজাররা নিয়মিত কাজ করছে। প্রতিটি এলাকার মশকনিধন কর্মী, সুপারভাইজার ও মনিটরিং কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর ডিএনসিসির ওয়েবসাইটে দেওয়া আছে। যে কেউ তাদের ফোন করে এ বিষয়ে জানাতে পারবেন। সেই সঙ্গে জবাবদিহিতার আওতায় আনা যাবে।

র‌্যালিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ, চলচ্চিত্র অভিনেত্রী অরুণা বিশ্বাস, সংসদ সদস্য আসলামুল হক, সাদেক খান, সাবেক প্যানেল মেয়র জামাল মোস্তফা, কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
এমএমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।