ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় ট্রেন থেকে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
উল্লাপাড়ায় ট্রেন থেকে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন থেকে নদীতে পড়ে নিখোঁজ অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৯ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার সোনাতলা সেতুর দক্ষিণ পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উপজেলার দুর্গানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এরশাদ হোসেন বাংলানিউজকে জানান, সোনাতলা সেতুর দক্ষিণে ওই যুবকের ভাসমান মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশ ঘটনাস্থল পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।  

উল্লাপাড়া মডেল থানা উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম সিদ্দিকী বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।  
 
এর আগে গত বুধবার (১৭ জুলাই) সকালে ঈশ্বরদী থেকে ঢাকাগামী মেইল ট্রেনের ছাদে থাকা ওই যুবক ঘাটিনা রেলসেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে নদীতে পড়ে যান। এরপর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।