শুক্রবার (১৯ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে মহাসড়কের রূপাতলী র্যাব-৮ এর সদর দপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদ নগরের ২৩ নম্বর ওয়ার্ডের জাগুয়ারহাট চাঁদকাঠী এলাকার নূর ইসলামের ছেলে।
আহত তিনজন হলেন- নগরের কালিজিরা এলাকার খলিলুর রহমানের স্ত্রী খাদিজা বেগম (২৫), তার ছেলে খালেদ (৯) ও জেলার নলছিটি উপজেলার নুরজাহান (৪০)।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, থ্রি-হুইলারটি যাত্রী নিয়ে রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। পথে র্যাব-৮ এর সদর দপ্তরের সামনে এলে বরিশাল থেকে ঝালকাঠীগামী একটি পিকআপের সঙ্গে থ্রি-হুইলারটির সংঘর্ষ হয়। এতে থ্রি-হুইলারের চার যাত্রী আহত হন।
তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়। এ সময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ফরিদকে মৃত ঘোষণা করেন। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
এমএস/আরবি/