শুক্রবার (১৯ জুলাই) সকালে উপজেলার তারাব এলাকার ঢাকা-চট্টগ্রাম মহসড়কে এ দুর্ঘটনা ঘটে।
চণ্ডি সেন নরসিংদীর বরাব এলাকার কান্ত সেনের ছেলে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বাংলানিউজকে বলেন, মাছ-বোঝাই একটি পিকআপ নরসিংদী থেকে যাত্রাবাড়ী যাচ্ছিল, অন্য পিকআপটি যাচ্ছিল গাউছিয়ার দিকে। তারাব এলাকায় পৌঁছালে পিকআপ দু’টির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি পিকআপে থাকা মাছ ব্যবাসায়ী চণ্ডি সেন ঘটনাস্থলেই মারা যান। আহত হন চালক-হেলপার সহ তিন জন।
তিনি বলেন, আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
একে