ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

নাটোরে পিকআপ ভ্যানের ধাক্কায় নছিমনচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
নাটোরে পিকআপ ভ্যানের ধাক্কায় নছিমনচালক নিহত

নাটোর: নাটোর শহরতলীর দত্তপাড়ার গাজীর বিল এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুর রহমান (৪০) নামে শ্যালো ইঞ্জিনচালিত এক নছিমনচালক নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ জুলাই) সকালে নাটোর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আব্দুর বড়াইগ্রাম উপজেলার কুমরুল গ্রামের আরাজ আলীর ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, সকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া থেকে নছিমন চালিয়ে নাটোরের দিকে যাচ্ছিলেন আব্দুর। পথে দত্তপাড়ার গাজীর বিল এলাকায় রাজশাহীগামী একটি পিকআপ ভ্যান নছিমনটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে নছিমনচালক আব্দুর গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।