ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কমলাপুরে মিলছে যে ১৩ ট্রেনের টিকিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
কমলাপুরে মিলছে যে ১৩ ট্রেনের টিকিট কমলাপুরে টিকিটপ্রত্যাশীদের ভিড়। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে বিক্রি করা হচ্ছে ১৩টি আন্তঃনগর ট্রেনের আগাম টিকিট। রংপুর, রাজশাহী ও খুলনা অঞ্চলে চলাচলকারী এসব ট্রেনের টিকিট শুধু কমলাপুর থেকেই বিক্রি করা হচ্ছে। এ ট্রেনগুলোতে সবধরনের কোটাসহ মোট আসন ১১ হাজার ৯৬৫টি।

যে ১৩টি ট্রেনের টিকিট কমলাপুরে বিক্রি করা হচ্ছে, সেগুলো হলো- বেনাপোল এক্সপ্রেস, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্ক সিটি এক্সপ্রেস, চাঁপাইনবাবগঞ্জগামী পদ্মা এক্সপ্রেস, রংপুরগামী রংপুর এক্সপ্রেস, লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস, পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস, নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস, পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ও সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস।

এসব ট্রেনের টিকিট কিনতে কমলাপুর রেলস্টেশনে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।

যেকোনো অনিয়ম ও বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
টিএম/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।