বুধবার (৩১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার বাংলাদেশ সেনাবাহিনীতে বাংলাদেশ সামরিক একাডেমি (বিএমএ) থেকে ১৯৮৪ সালের ২১ ডিসেম্বর কমিশন লাভ করেন।
কমিশনিংয়ের পর থেকে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক (অপারেশনস এবং প্ল্যান) ও ২৪ তম ইনফ্যান্ট্রি বিভাগের জেনারেল কর্মকর্তা কমান্ডিংসহ বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেন।
মেজর জাহাঙ্গীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর স্টাডিজ এবং যুক্তরাষ্ট্র থেকে কৌশলগত স্টাডিজের স্নাতকোত্তর অর্জন করেন।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
টিআর/এএটি