বুধবার (৩১ জুলাই) সকাল ১১টায় সীমান্তের ২৮৫/১১ এস পিলারের শূন্য রেখায় বিজিবি-বিএসএফ’র সদস্যদের উপস্থিতিতে ভারতীয় হিলি ইমিগ্রেশন পুলিশ সিয়ামকে বাংলাদেশ হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
সিয়াম গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার চড়পাড়া গ্রামের মৃত কাইয়ুমের ছেলে।
হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোত্তালেব বাংলানিউজকে জানান, একবছর আগে পঞ্চগড় সীমান্ত দিয়ে বন্ধুদের সঙ্গে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সিয়াম। তখন ভারতীয় পুলিশ তাকে আটক করে আদালতে পাঠায়। সিয়ামের বয়স ১২ বছরের নিচে হওয়ায় আদালত তাকে সেদেশের শিশু অবজারভেশন হোমে এক বছর রাখার নির্দেশ দেন। পরে দু’দেশের দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বুধবার তাকে ফেরত পাঠায় ভারতীয় অভিবাসন পুলিশ। সিয়ামকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এনটি