বুধবার ( ৩১ জুলাই) দুপুরে শহরের দেওভোগ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় শাকিলকে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা ছোট ছোট ছেলে। তারা অন্য এলাকা থেকে এসে বিভিন্ন ধরনের অপকর্ম করে পালিয়ে যায়। এ ধরনের সন্ত্রাসীরা এলাকায় ভয়ঙ্কর হয়ে উঠেছে। তাদের কারণে ব্যবসায়ী শাকিলকে প্রাণ দিতে হলো। দ্রুত এদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
আরআইএস/