ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে শাকিল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
না’গঞ্জে শাকিল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার দাবি মানববন্ধনে এলাকাবাসী। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় ব্যবসায়ী শাকিল হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার ( ৩১ জুলাই) দুপুরে শহরের দেওভোগ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করা হয়।

এতে এলাকাবাসীর পাশাপাশি নিহত শাকিলের স্ত্রী ও সন্তান অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় শাকিলকে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা ছোট ছোট ছেলে। তারা অন্য এলাকা থেকে এসে বিভিন্ন ধরনের অপকর্ম করে পালিয়ে যায়। এ ধরনের সন্ত্রাসীরা এলাকায় ভয়ঙ্কর হয়ে উঠেছে। তাদের কারণে ব্যবসায়ী শাকিলকে প্রাণ দিতে হলো। দ্রুত এদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।  

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।