ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

ঢামেকে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
ঢামেকে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে রবিউল ইসলাম বাপ্পী (২৯) নামের ওই যুবককে কুর্মিটোলা হাসপাতাল থেকে ঢামেকে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে বাপ্পি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বাপ্পির বাবা আমিরুল ইসলাম জানান, গত তিন দিন ধরে তার জ্বর ছিল। এ কারণে তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নন্দী বলেন, বাপ্পি ডেঙ্গু রোগে আক্রান্ত ছিল। তার কুর্মিটোলার কাগজপত্র আমরা দেখেছি। পাশাপাশি তার ইউরোলজির সমস্যা ছিল। তাকে ঢামেকে আনার পরে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়।

এদিকে হাসপাতালের নথি অনুযায়ী, বাপ্পিসহ এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালে ১১ জনের মৃত্যু হয়েছে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের একটি সূত্র জানায়, বাপ্পি এ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন না। তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় আমাদের হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৫৫ জন। এ হিসেব মঙ্গলবার সকাল ১০টা থেকে আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত। এখন পর্যন্ত হাসপাতালে সব মিলিয়ে ভর্তি আছে ৬৫২ জন।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এজেডএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।