এ কার্যক্রমের উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, ১৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে আওয়ামী লীগ ঘোষিত তিনদিনের কর্মসূচির অংশ হিসেবে বুধবার এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। ‘পরিষ্কার রাখি চারপাশের পরিবেশ, শেখ হাসিনার নির্দেশ, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’ স্লোগানে আগামী ২ ও ৩ আগস্ট একযোগে একই কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।
সোমবার (২২ জুলাই) দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে ওই কর্মসূচি ঘোষণা করে দলটি। ঘোষণা অনুযায়ী দেশের সব জেলা ও উপজেলায় দলীয়ভাবে এ কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। রাজশাহী মহানগরের প্রত্যেক ওয়ার্ড ও উপজেলা পর্যায়ে আওয়ামী লীগ নেতারা ওই কর্মসূচি পালন করছেন।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এসএস/ওএইচ/