বুধবার (৩১ জুলাই) সকালে নগরীর ৩৩ নং ওয়ার্ডের মাহিগঞ্জ শরেয়ারতল এলাকার একটি পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত আবু শাহাদত দুলাল ওই ওয়ার্ডের মহিন্দ্রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং মহিন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান প্রধান বাংলানিউজকে বলেন, দুলাল মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। বুধবার সকালে স্থানীয় লোকজন বাড়ির অদূরে একটি কবরস্থানে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
ওসি আরও বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এএটি