বুধবার ( ৩১ জুলাই) জেলা কারাগারে বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা স্বজনরা এ আতঙ্কের কথা জানান।
একাধিক কারাবন্দির স্বজনরা জানান, আমরা যখনই কারাগারে বন্দি স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করার সময় জেনেছি কারাগারে মশার আধিক্য অনেক বেশি।
এদিকে, শুধু কারাগার নয়, আদালতের গন্ডিতেও মশার আধিক্য থাকায় সেখানেও স্বজনদের নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন আদালতে আসা বন্দিদের স্বজনরা।
আপেল মাহমুদ নামে এক কারাবন্দির ভাই বলেন, আমার ভাই জমি সংক্রান্ত মামলায় এক সপ্তাহের বেশি সময় ধরে কারাগারে বন্দি রয়েছেন। তিনি আদালতে হাজিরা দিতে আসার সময় আমাদের জানিয়েছে কারাগারে অত্যাধিক মশা। আর এ মশার কামড়ে তিনি অসহ্য হয়ে পড়েছেন। আমি ও আমার পরিবার এখন তাকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ বাংলানিউজকে জানান, কারগারে ডেঙ্গু আতঙ্কের কোনো কারণ নেই। আমরা কারাগার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি। এছাড়াও মশা নিধনে কারাগারে নিয়মিত ওষুধ ছিটানো হচ্ছে। আমরা এ ব্যাপারে সচেতন রয়েছি।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
আরআইএস/