ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

ডেঙ্গু আতঙ্ক: কারাবন্দিদের নিয়ে শঙ্কিত স্বজনরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
ডেঙ্গু আতঙ্ক: কারাবন্দিদের নিয়ে শঙ্কিত স্বজনরা নারায়ণগঞ্জ জেলা কারাগার। ফাইল ছবি

নারায়ণগঞ্জ: এবার ডেঙ্গু আতঙ্কে রয়েছেন নারায়ণগঞ্জ জেলা কারাগারে থাকা বিভিন্ন বন্দিদের স্বজনরা। কারাগারে নোংরা পরিবেশ ও মশার আধিক্য থাকায় তারা দুশ্চিন্তায় রয়েছেন বলে জানিয়েছেন।

বুধবার ( ৩১ জুলাই) জেলা কারাগারে বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা স্বজনরা এ আতঙ্কের কথা জানান।  

একাধিক কারাবন্দির স্বজনরা জানান, আমরা যখনই কারাগারে বন্দি স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করার সময় জেনেছি কারাগারে মশার আধিক্য অনেক বেশি।

এ নিয়ে আমাদের মধ্যে যেমন আতঙ্ক বিরাজ করছে তেমনি তাদের ডেঙ্গুর শঙ্কা আমাদের প্রতিনিয়তই পীড়া দিচ্ছে। এনিয়ে কারা কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। কারাগারে বন্দি আমাদের স্বজনরা যেন ডেঙ্গু মুক্ত থাকতে পারে সে ব্যবস্থা গ্রহণ করেন।  

এদিকে, শুধু কারাগার নয়, আদালতের গন্ডিতেও মশার আধিক্য থাকায় সেখানেও স্বজনদের নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন আদালতে আসা বন্দিদের স্বজনরা।

আপেল মাহমুদ নামে এক কারাবন্দির ভাই বলেন, আমার ভাই জমি সংক্রান্ত মামলায় এক সপ্তাহের বেশি সময় ধরে কারাগারে বন্দি রয়েছেন। তিনি আদালতে হাজিরা দিতে আসার সময় আমাদের জানিয়েছে কারাগারে অত্যাধিক মশা। আর এ মশার কামড়ে তিনি অসহ্য হয়ে পড়েছেন। আমি ও আমার পরিবার এখন তাকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।  

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ বাংলানিউজকে জানান, কারগারে ডেঙ্গু আতঙ্কের কোনো কারণ নেই। আমরা কারাগার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি। এছাড়াও মশা নিধনে কারাগারে নিয়মিত ওষুধ ছিটানো হচ্ছে। আমরা এ ব্যাপারে সচেতন রয়েছি।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।