বুধবার (৩১ জুলাই) তিনি ফোন করে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমানকে এ নির্দেশনা দেন।
হাসপাতাল পরিচালকের একান্ত সহকারী সাদেক হোসেন চৌধুরী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এ নির্দেশনার কারণে বুধবার (৩১ জুলাই) থেকেই ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালটিতে ৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন এক শিশু ও তিন নারীসহ ১৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ছয় জন।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এনইউ/একে