ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

ওসমানী মেডিক্যালে ডেঙ্গু রোগীদের ফ্রি চিকিৎসার নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
ওসমানী মেডিক্যালে ডেঙ্গু রোগীদের ফ্রি চিকিৎসার নির্দেশ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ইনসেটে পররাষ্ট্রমন্ত্রী। ছবি: সংগৃহীত

সিলেট: বিনামূল্যে ডেঙ্গু রোগীদের সব ধরনের চিকিৎসা দিতে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালককে নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
 

বুধবার (৩১ জুলাই) তিনি ফোন করে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমানকে এ নির্দেশনা দেন।

হাসপাতাল পরিচালকের একান্ত সহকারী সাদেক হোসেন চৌধুরী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এ নির্দেশনার কারণে বুধবার (৩১ জুলাই) থেকেই ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালটিতে ৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন এক শিশু ও তিন নারীসহ ১৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ছয় জন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এনইউ/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।