বুধবার (৩০ জুলাই) দিনগত রাতে তারা খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি হন।
জানা যায়, এ নিয়ে গত কয়েকদিনে মোট ৬ ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে।
এ বিষয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার নয়নময় ত্রিপুরা বাংলানিউজকে বলেন, ডেঙ্গুতে আক্রান্তরা সবাই ঢাকা থেকে খাগড়াছড়ি এসেছিলেন। পরে পরীক্ষা করার পর তাদের ডেঙ্গু ধরা পড়ে।
এদিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ডেঙ্গু রোগ সনাক্তের ব্যবস্থা না থাকায় কর্তৃপক্ষ বাইরে পরীক্ষা করে চিকিৎসাপত্র দিচ্ছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানান চিকিৎসকরা।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এডি/এইচএডি