ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় হত্যা মামলায় ৫ জনের ফাঁসি, ৬ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
কুষ্টিয়ায় হত্যা মামলায় ৫ জনের ফাঁসি, ৬ জনের যাবজ্জীবন

কুষ্টিয়া: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নুরুল ইসলামকে হত্যা ও অগ্নিকাণ্ডের মামলায় কুষ্টিয়ায় পাঁচজনের ফাঁসি ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার বাকি ছয় আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (৩১ জুলাই) দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মিরপুর উপজেলার পোড়াদহ গ্রামের মতিয়ার রহমানের ছেলে মাসুদ (৩৮), আনছার আলীর ছেলে পারভেজ (৪৩), সৈয়দ আলীর ছেলে হরিবর রহমান (৫২) সহোদর ফজলুর রহমান (৫৫) ও সরোয়ার হোসেন (৩৯)।

 

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- বিল্লাল হোসেন (৪২), মঞ্জু (৩৪), সোহেল রানা (৩৮), রমিজ আলী (৪০), মতিয়ার রহমান (৫০) ও কবির হোসেন (৪৩)।

এছাড়া ভুট্টো, রকি, এনায়েত ও সালামকে তিনবছর এবং নান্নু ও ফরিদকে সাতবছর কারাদণ্ড দেওয়া হয়।

একই সঙ্গে এ মামলায় এজাহারভুক্ত আসামি তরিকুল, আকরাম, আশরাফ, ইমরান ও ছালামদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০১৪ সালের ২০ ডিসেম্বর বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে কৃষক নুরুল ইসলাম (৫৫) মারা যান। পরে এ ঘটনায় নিহতের ছেলে শাহিনুর রহমান সজিব বাদী হয়ে ১৯ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে মিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৫ সালের ৩০ এপ্রিল ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

কুষ্টিয়া জজ কোর্টের পিপি অ্যাডভোকটে অনুপ কুমার নন্দী জানান, দীর্ঘ শুনানি শেষে এ মামালার আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত এ রায় দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার এজাহারকারী শাহিনুর রহমান সজিব।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।