ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠায় সবাইকে সজাগ থাকতে হবে: পলক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠায় সবাইকে সজাগ থাকতে হবে: পলক

নাটোর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, দেশ তথা সমাজ থেকে অপরাধ প্রবণতা ও মাদক রোধে আইনশৃঙ্খলার উন্নয়ন, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে হবে। শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠায় সবাইকে সজাগ থাকতে হবে। একই সঙ্গে ধর্মীয় নৈতিকতা, বিবেক ও মূল্যবোধ জাগ্রত করতে হবে। 

বুধবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নাটোরের সিংড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

এসময় প্রতিমন্ত্রী জঙ্গিবাদ, গুজব রোধে প্রচারণা এবং ডেঙ্গু রোধে করণীয় সম্পর্কে সচেতন থাকার জন্য সবাইকে আহ্বান জানান।

 

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।