ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

ভোক্তা অধিদপ্তরের পরিচয়ে অভিযানকালে ৫ প্রতারক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
ভোক্তা অধিদপ্তরের পরিচয়ে অভিযানকালে ৫ প্রতারক আটক

ঢাকা: রাজধানীতে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয়ে অভিযান চালানোর সময় পাঁচ প্রতারককে আটক করেছে পুলিশ।

বুধবার (৩১ জুলাই) তেজগাঁওয়ের বউ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, বউ বাজারের একটি বেকারিতে ভোক্তা অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট পরিচয়ে এক নারীসহ পাঁচ জন অভিযানের নামে তল্লাশি শুরু করে।

নানা অনিয়মের কথা উল্লেখ করে জরিমানা করার প্রস্তুতিও নিচ্ছিলেন। এমন সময় সন্দেহ হলে পুলিশকে ফোন দেন বেকারির মালিক।

তেজগাঁও থানা পুলিশ এমন অভিযোগের ভিত্তিতে যোগাযোগ করেন ভোক্তা অধিদপ্তরে। তখন অধিদপ্তর জানায়, তেজগাঁওয়ে তাদের কোনো অভিযান চলছে না, তাদের অভিযান চলছে পুরান ঢাকায়।

এরপর ঘটনাস্থলে হাজির হয় তেজগাঁও থানা পুলিশ। পুলিশের কাছে প্রথমে তারা ক্রাইম পেট্রোল নামে একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দেয়। সেই পত্রিকার সম্পাদককে ফোন করা হলে এই পাঁচ জন চেনা নয় বলে পুলিশকে জানানো হয়। এরপর পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

তেজগাঁও থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শ্রীধাম হাওলাদার বাংলানিউজকে জানান, ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা পরিচয়ে অভিযান চালানো পাঁচ প্রতারককে আটক করা হয়েছে। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
পিএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।