ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

বাবুগঞ্জে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
বাবুগঞ্জে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাস। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে বেপরোয়া বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

বুধবার (৩১ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে রহমতপুরের কামিনী পেট্রোলপাম্প সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন, উপজেলার দেহেরগতি এলাকার বাসিন্দা শামসুল আলমের ছেলে ও ব্রুনাই প্রবাসী সিরাজুল ইসলাম মুরাদ (২৫) ও তার বন্ধু একই এলাকার সালাম সিকদারের সুরুজ (২৫)।

স্থানীয়রা জানান, বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের যাত্রীবাহী একটি বাস পেছন থেকে মুরাদ-সুরুজের মোটরসাইকেলকে চাপা দেয়। পরে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক আবুল হাসানাত মো. রাশেদ সন্ধ্যা সোয়া ৬টার দিকে মৃত ঘোষণা করেন। তবে বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায় বলে জানান স্থানীয়রা।

দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।