ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
বগুড়ায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় ইছামতি নদী থেকে শ্যামল সাহা (৫০) নামে এক নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩১ জুলাই) বিকেলে খবর পেয়ে পুলিশ উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের ইছামতি নদী থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে। তিনি পাশের সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখি গ্রামের বাসিন্দা।

এদিকে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের ঘনিষ্ট বন্ধু একই এলাকার ভানুডাঙ্গা নিশিপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে ইয়াছিন আলীকে (৫১) আটক করেছে পুলিশ।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (২৯ জুলাই) দিনগত রাত ৮টার দিকে শ্যামল সাহা সোনামুখি বাজারে ব্যবসায়িক কাজে ব্যস্ত ছিলেন। এসময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মোবাইলে ফোন করে তাকে পার্শ্ববর্তী ইছামতি নদীর তীরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ডেকে নিয়ে যায়।

এরপর থেকে ব্যবসায়ী শ্যামল সাহা নিখোঁজ ছিলেন। এ ঘটনায় মঙ্গলবার (৩০ জুলাই) নিহত শ্যামল সাহার স্ত্রী রিনা রানি সাহা বাদী হয়ে কাজিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বুধবার (৩১ জুলাই) ধুনট উপজেলার দিঘলকান্দি গ্রামের ইছমতি নদীতে এক ব্যক্তির ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনাটি জানাজানি হলে খবর পেয়ে নিহতের ছোট ভাই স্কুলশিক্ষক দীপক কুমার সাহা মরদেহ তার ভাই শ্যামল সাহার বলে শনাক্ত করেন।    

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম বাংলানিউজকে জানান, নিহতের পরিচয় শনাক্তের পর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাজিপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এমবিএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।