ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

ফেনসিডিলসহ আটক বেরোবি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
ফেনসিডিলসহ আটক বেরোবি কর্মকর্তা সাময়িক বরখাস্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেরোবি, (রংপুর): বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নিরাপত্তা শাখার সেকশন কর্মকর্তা (গ্রেড -১)  মোক্তারুল ইসলামকে দুই বোতল ফেনসিডিলসহ আটকের দায়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) বিকেলে জনসংযোগ দপ্তরের কর্মকর্তা আরিফুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখায় কর্মরত সেকশন কর্মকর্তা (গ্রেড-১) মো. মোক্তারুল ইসলামকে এই অপরাধের দায়ে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা আজ বুধবার (৩১ জুলাই ) স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ জারি করেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, গত শনিবার (২৭ জুলাই) সন্ধ্যায় দিনাজপুরের বিরামপুর থানার কাটলা ইউনিয়নের সীমান্ত এলাকা হরিহরপুর গ্রাম থেকে দুই বোতল ফেনসিডিলসহ মোক্তারুলকে আটক করা হয়। রোববার (২৮ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।