বুধবার (৩১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলানায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
‘সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ফর ওমেন এম্পাওয়ারমেন্ট’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা ইউনিভার্সিটি আইটি সোসাইটি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আমাদের পুলিশ বাহিনীকে ঢেলে সাজিয়েছি। তারা জনগণকে যে কোনো নিরাপত্তা দিতে সব সময় তৎপর। সাইবার সিকিউরিটি ইউনিট তেমন একটি মাধ্যম যেখানে আইটি বিষয়ে অভিজ্ঞ অনেক মেধাবী ও দক্ষ পুলিশ কর্মকর্তা রয়েছেন।
যেকোনো ধরনের গুজব প্রতিহত এবং অপরাধীকে শনাক্ত করে শাস্তির আওতায় আনতে সাইবার সিকিউরিটি ইউনিট সক্ষম বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রী শিক্ষার্থীদের বিপদের সময় ৯৯৯ নম্বরে ফোন করে সহযোগিতা নেওয়ার কথাও বলেন।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এসকেবি/এএ