ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

গুজব প্রতিহত করতে শিক্ষিত সমাজের ভূমিকা রাখতে হবে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
গুজব প্রতিহত করতে শিক্ষিত সমাজের ভূমিকা রাখতে হবে

ঢাকা: বর্তমানে সারাদেশে ছড়িয়ে পড়া গুজব প্রতিহত করতে শিক্ষিতদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার (৩১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলানায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।  

‘সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ফর ওমেন এম্পাওয়ারমেন্ট’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা ইউনিভার্সিটি আইটি সোসাইটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের ডিআইজি (সিআইডি) মো. শাহ আলম, সংগঠনের উপদেষ্টা প্রফেসর ড. মুহাইমিন-উস-সাকিব, প্রফেসর ড. মামুন-অর-রশীদ এবং ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আরিফ ইবনে আলী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আমাদের পুলিশ বাহিনীকে ঢেলে সাজিয়েছি। তারা জনগণকে যে কোনো নিরাপত্তা দিতে সব সময় তৎপর। সাইবার সিকিউরিটি ইউনিট তেমন একটি মাধ্যম যেখানে আইটি বিষয়ে অভিজ্ঞ  অনেক মেধাবী ও দক্ষ পুলিশ কর্মকর্তা রয়েছেন।  

যেকোনো ধরনের গুজব প্রতিহত এবং অপরাধীকে শনাক্ত করে শাস্তির আওতায় আনতে সাইবার সিকিউরিটি ইউনিট সক্ষম বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রী শিক্ষার্থীদের বিপদের সময় ৯৯৯ নম্বরে ফোন করে সহযোগিতা নেওয়ার কথাও বলেন।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।