ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

মাদ্রাসাছাত্রীকে এসিড নিক্ষেপের ঘটনায় আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
মাদ্রাসাছাত্রীকে এসিড নিক্ষেপের ঘটনায় আটক ১

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে মিনহা রাফিদা খানম (১৭) নামে এক মাদ্রাসাছাত্রীকে এসিড নিক্ষেপের ঘটনার চারদিন পর কাওসার আহমেদ (২৭) নামে এক সন্দেহভাজন আসামিকে আটক করেছে পুলিশ। 

বুধবার (৩১ জুলাই) সকালে উপজেলার চক সাতচুরা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বাংলানিউজকে জানান, দুপুরে আটক কাওসারকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

তবে আদালতে এখনো রিমান্ডের আবেদনের শুনানি হয়নি।  

জানা যায়, শনিবার (২৭ জুলাই) দুপুরে স্থানীয় পাঁচবাগ ফাজিল মাদ্রাসাছাত্রী মিনহা ক্লাস শেষে বাড়ি ফেরার সময় উপজেলার পাগলা থানার পাঁচবাগ মোড়ে তার মুখে এসিড নিক্ষেপ করে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা। পরে তাকে প্রথমে কিশোরগঞ্জ সদর হাসপাতাল ও রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।  

পরে দগ্ধ মাদ্রাসাছাত্রীর বাবা সালাহ উদ্দিন খান বাদী হয়ে অজ্ঞাতনামা দু’জনকে আসামি করে পাগলা থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে স্থানীয় উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ‘গফরগাঁও হেল্পলাইন’ নামে একটি সংগঠন।  

এ মানববন্ধনে স্থানীয় সরকারি কলেজ ও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।  

বাংলাদেশ সময়:২১৩৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯ 
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।