বুধবার (৩১ জুলাই) দুপুরে তদন্ত কমিটির প্রধান শাহনেওয়াজ দিলরুবা খানের নেতৃত্বে দুই সদস্যের কমিটি কাঁঠালবাড়ি ১নং ফেরিঘাটে ফেরি কুমিল্লায় তাদের কার্যক্রম শুরু করেন। এছাড়াও ফেরিটিতে বিআইডব্লিউটিসি’র তদন্ত কমিটির সদস্যরাও ছিলেন।
তদন্ত কমিটি ফেরি কুমিল্লায় অবস্থান নিয়ে প্রথমে মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেন। এছাড়া বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টার, কাঁঠালবাড়ি ১নং ফেরিঘাট এলাকায় দোকানদার ও ওই রাতে ঘাট এলাকায় কর্তব্যরতদের সঙ্গে কথা বলে তদন্ত কমিটি।
এরআগে, সোমবার (২৯ জুলাই) দুপুরে জেনারেল ম্যানেজার মো. আশিকুজ্জামানের নেতৃত্বে বিআইডব্লিউটিসি’র দুই সদস্য বিশিষ্ট কমিটি তদন্তকাজে নৌরুট পরিদর্শন করেন।
মঙ্গলবার (৩০ জুলাই) মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুল হক পাটোয়ারীর নেতৃত্বে প্রধান চার সদস্যর তদন্ত কমিটি ঘাট এলাকায় তদন্তকাজ শুরু করেন।
নৌ-পরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিসি’র তদন্ত কমিটি বৃহস্পতিবার (০১ আগস্ট) নড়াইলে স্কুলছাত্র তিতাসের বাড়িতে যাবেন বলে জানান তদন্ত কমিটির প্রধান। তবে আনুষ্ঠানিকভাবে কেউ সাংবাদিকদের বিস্তারিত কিছু জানায়নি।
গত বৃহস্পতিবার রাতে শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের যুগ্ম সচিব আবদুস সবুরের জন্য ফেরি ছাড়তে দেরি হওয়ার কারণে অ্যাম্বুলেন্স যাত্রী স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় সোমবার তিনটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়। সোমবার দুপুরে বিআইডব্লিউটিসি’র দুই সদস্য বিশিষ্ট কমিটি জেনারেল ম্যানেজার মো. আশিকুজ্জামান ও ডিজিএম (মেরিন) মো. ফজলুল হক তদন্তকাজে নৌরুট পরিদর্শন করেন। এছাড়াও জেলা প্রশাসক কর্তৃক গঠিত মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল হক পাটোয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, এএসপি সার্কেল আবির হোসেন, বিআইডব্লিউটিসি’র এজিএম (মেরিন) একেএম শাজাহান মঙ্গলবার ঘাট থেকে তদন্তকাজ শুরু করেন। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শাহনেওয়াজ দিলরুবা খান ও উপ-সচিব শাহ হাবিবুর রহমান হাকিমের দুই সদস্য বিশিষ্ট কমিটি বুধবার থেকে তদন্ত শুরু করলো।
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এনটি