বুধবার (৩১ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে আটক তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে মঙ্গলবার (৩০ জুলাই) রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের একটি সুপারি বাগান থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মো. বাহার, মো. সুমন ও রুবেল। বাহার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের ছলিম উল্যার ছেলে, সুমন একই এলাকার আব্দুল মতিনের ছেলে ও রুবেল বামনী ইউনিয়নের সাইছা গ্রামের নুরুল আমিনের ছেলে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বাংলানিউজকে বলেন, উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামের একটি বাগানে ডাকাতি দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি এলজি, চার রাউন্ড গুলি ও চারটি ছুরি উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি তোতা।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এসআর/আরআইএস/