রেলওয়ের উপ-পরিচালক কালি কান্ত ঘোষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও ভারত উভয় দেশের রেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ১১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকবে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গত ৩০ জুলাই রেলের পূর্ব ও পশ্চিমাঞ্চল সিওপিএস ও সিসিএমকে চিঠি দেওয়া হয়েছে।
১৫ জুলাই থেকে যথারীতি ঢাকা-কলকাতা রুটে চলবে মৈত্রী ট্রেন।
এদিকে মৈত্রী এক্সপ্রেসের রেক দিয়ে ঈদুল আজহায় খুলনা রুটে বিশেষ ট্রেন চালানো হবে বলে জানা যায়।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
টিএম/এএ