বুধবার (৩১ জুলাই) কর্মসূচির প্রথম দিনে রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে পদযাত্রা এবং লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সায়েরা বেগম, পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহম্মদ গিয়াস, গণসঙ্গীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট, বিশিষ্ট অভিনেতা শহিদুল আলম সাচ্চু, দনিয়া সাংস্কৃতিক জোটের সভাপতি শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক এইচ আর অনিক, শেখ সাফায়েতুর রহমান এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মী।
সমাবেশে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ তার বক্তব্যে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগাম কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করায় ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রের সমালোচনা করেন। তিনি পরিস্থিতির ভয়াবহতা অনুভব করে সরকারের সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় থেকে শুরু করে সর্বস্তরের জনগণকে ডেঙ্গু মশা নিধন, পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালন এবং আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে এগিয়ে আসার আহ্বান জানান।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের গণসচেতনতামূলক কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার (০১ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর বাহাদুর শাহ পার্কে সমাবেশ, পদযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হবে।
বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এইচএমএস/জেডএস