বুধবার (৩১ জুলাই) দুপুরে নগরের প্রাণকেন্দ্র সদর রোডের সিটি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এতে মিজানুর রহমান রুবেল নামের এক হামলাকারীকে আটক করেছে পুলিশ।
আহত সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় সিটি কলেজের নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর আউয়াল হোসেন বাদী হয়ে বুধবার রাতে কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
হামলাকারী অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন থানার অফিসার ইন-চার্জ (ওসি) নুরুল ইসলাম। তিনি জানান, আটক মিজানুর রহমান রুবেল ছাড়াও অন্য আসামিরা হলেন সৌরভ বালা ও ইয়ামিন হোসেন জুয়েলসহ অজ্ঞাতনামা কয়েকজন।
সিটি কলেজের ক্যাশিয়ার এসএম সাইদুর রহমান জানান, ২০১৫ সালে সিটি কলেজের অফিস কক্ষের আলমারি ভেঙে টাকা লুট করা হয়। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় সৌরভ বালা ও রুবেলসহ বেশ কয়েকজন আসামি ছিল। গত ২৯ জুলাই ওই মামলার সাক্ষী দিয়ে আসার পর সৌরভ বালা, রুবেলসহ একদল যুবক ক্যাম্পাসে প্রবেশ করে হট্টগোলের সৃষ্টি করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে সৌরভ বালা ও ইয়ামিন হোসেন জুয়েলসহ তিন যুবককে আটক করে।
তিনি আরো বলেন, এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে মামলা না দেওয়ায় পুলিশ তাদেরকে মেট্রো অধ্যাদেশে আদালতে চালান করে। এরপর বুধবার আদালত থেকে ছাড়া পেয়ে ফের দলবলসহ লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সিটি কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে সৌরভ, রুবেল, ইয়ামিনসহ তাদের সহযোগীরা। পরে তাদের হামলায় কলেজ অধ্যক্ষ আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, শিক্ষার্থীদের সহযোগিতায় ঘটনাস্থল থেকে রুবেলকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া কলেজের পক্ষ থেকে এই ঘটনায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। যা এজাহার হিসেবে রুজু করা হবে।
বাংলাদেশ সময়: ২৩৫৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এমএস/এইচএমএস/জেডএস