আটকরা হলেন- সাইফুদ্দিন ওরফে মারুফ (২৯) ও মামুন মিয়া (২৭)। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই, সযগঠনের লিফলেট, প্রচার সংশ্লিষ্ট হ্যান্ডনোট উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
র্যাব-৪ এর মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুরান ঢাকার বংশাল এলাকা এবং মিরপুরের আহম্মেদ নগর এলাকা থেকে দুই ভাইকে আটক করা হয়েছে। মিরপুরে একটি কোচিং সেন্টারে হিযবুত তাহরীরের শীর্ষস্থানীয় সদস্য তারেক মোহাম্মদ ফয়সাল ও শামসুদ্দোহার সঙ্গে তাদের পরিচয় হয়। যাদের তত্ত্বাবধানে একইসঙ্গে মারুফ, মামুন ও তানভীর তিন ভাই জঙ্গিবাদে জড়িয়ে যায়।
২০১৩-১৪ সাল থেকে তিন ভাই সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছিলেন। গত বছরের নভেম্বরে তাদের আরেক ভাই তানভীর আহমেদ র্যাব-৪ এর হাতে গ্রেফতার হন।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান মেজর সাইফুদ্দিন।
বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
পিএম/জেডএস