ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৯ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মুন্সিগঞ্জ: নাব্য সংকটের কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (০১ আগস্ট) রাত ১২টার পর থেকে নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।  

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. নাসির বাংলানিউজকে বলেন, রাতে নাব্য সংকটের কারণে ফেরিগুলো চলতে পারছে না।

ফেরি চলাচলের জন্য পর্যাপ্ত গভীরতা নেই নৌরুটে। বর্তমানে ১৩টি ফেরি চলাচল বন্ধ আছে। শিমুলিয়া ঘাট এলাকায় ১০০ গাড়ি পারের অপেক্ষায় আছে।

তিনি আরো জানান, নাব্য সংকট ও প্রবল স্রোতের কারণে অনেকদিন ধরে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছিলো। পলি জমার কারণে পদ্মানদীর বিভিন্ন স্থানে ডুবোচরের সৃষ্টি হয়েছে। যার কারণে ফেরিগুলো চলতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।