বুধবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টায় থেকে শুরু হয়ে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলে অভিযান। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৪ এর নিবার্হী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ।
আটকরা হলেন- মো. ইউসুফ, ইকবাল হোসেন, আব্দুস সালাম মৃধা, বাবুল মোল্লা, নজরুল ইসলাম শহীদ, ফরিদ উদ্দিন, সালহে উদ্দিন, আক্কাস আলী, শামিম খাঁন, শাহ আলম, আনিসুর রহমান, নিজাম মৃধা, মো. আলী, দেলোয়ার হোসেন, সাইফুল আলম খাঁন, হানিফ তালুকদার, দিদার হোসেন চৌধুরী, গোলাম মাহফুজ, মিরাজ হাওলাদার, সামাদ মিয়া, মো. লতিফ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, অভিযানে জুয়া খেলা অবস্থায় ২১ জনকে আটক করা হয়েছে। এ সময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামসহ জুয়ার বোর্ড থেকে ৭১ হাজার ৭শ ৫৭ টাকা জব্দ করা হয়। এছাড়াও প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এমএমআই/জেডএস