বুধবার (৩১ জুলাই) বিকেলে নেত্রকোণার সিভিল সার্জন (সিএস) ডা. তাজুল ইসলাম খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আক্রান্তদের মধ্যে কেউ নেত্রকোণায় এসে ডেঙ্গু আক্রান্ত হননি।
আক্রান্তরা হলেন- নেত্রকোণা শহরের কুরপাড় এলাকার মফিজুল (৩৭), সাতপাই এলাকার মামুন (১৩), মোহনগঞ্জ উপজেলার দৌলতপুরের রিমু আক্তার (১৮), জেলা সদরের শাহ্জাহান (২৬) ও কলমাকান্দা উপজেলার ওয়াজিব (১৮)। জেলা সদরসহ মোহনগঞ্জ ও ময়মনসিংহে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে পরীক্ষার মাধ্যমে ভুক্তভোগীদের ডেঙ্গু আক্রান্তের বিষয়টি শনাক্ত হয়।
ডেঙ্গু জ্বর পরীক্ষার জন্য প্রয়োজনীয় আইসিটি (ইম্যুনো ক্রমাটোলজি টেস্ট) পরীক্ষা জেলা সদরসহ দশ উপজেলার কোনো হাসপাতালে নেই। আর না থাকার কারণে আক্রান্তরা শহরের প্রাইভেট ক্লিনিক থেকে ডেঙ্গুর বিষয়টি নিশ্চিত হয়ে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। পরে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়।
ডা. তাজুল জানান, নেত্রকোণাবাসীর কারো বিচলিত হওয়ার কারণ নেই। জেলার দশ উপজেলার কোনোটিতে কেউ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এমন খবর এখনো পাওয়া যায়নি। তবে জেলাবাসীকে ডেঙ্গু সম্পর্কে সচেতন থাকতে হবে। প্রত্যেকে নিজের স্থান থেকে বসবাসের বাড়িঘর, কর্মস্থলের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এইচএমএস/জেডএস