ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে বসছে হাট, আসছে কোরবানির পশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
না’গঞ্জে বসছে হাট, আসছে কোরবানির পশু হাটে তোলা হচ্ছে পশু

নারায়ণগঞ্জ: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জের সদর ও বিভিন্ন উপজেলায় ইজারা পাওয়া হাটগুলো বসতে শুরু করেছে। হাটে ধীরে ধীরে আসতে শুরু করেছে কোরবানির পশু।

বুধবার (৩১ জুলাই) সদরের সৈয়দপুর কড়ুইতলা, ফতুল্লার ডিআইটি মাঠের গরুর হাট ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

সৈয়দপুরের হাটে দেখা যায়, সেখানে নদীপথে আসছে কোরবানির গরু।

নদীতে ট্রলারে করে গরুগুলো নিয়ে আসছেন ব্যাপারিরা। পাশাপাশি তাদের নিজেদের থাকা খাওয়ার কিছু আসবাবপত্রও সঙ্গে আনছেন। এরইমধ্যে হাটের এক চতুর্থাংশে গরু বাঁধা অবস্থায় দেখা গেছে।

একই অবস্থা ফতুল্লা গরুর হাটে। সেখানে নদীপথে ট্রলারে গরু আনছেন ব্যাপারিরা। আগে আগে গরু এনে নিজেদের স্থান নির্বাচন করে সেখানে অনেকে বালু দিয়ে উঁচু করছেন নিজ খরচে। অনেকেই ৫০ থেকে ৭০টি গরু আনছেন আবার অনেকেই দলভুক্তভাবে অনেক গরু একসঙ্গে আনছেন। গরুর সংখ্যা বেশি হওয়ায় তারা আগেভাগেই এসে স্থান নির্বাচন করে গরুগুলো ওঠাতে শুরু করেছেন।

সৈয়দপুর হাটে আসা ব্যাপারি আজমত করিম জানান, তিনি সিরাজগঞ্জের শাহাজাদপুর থেকে গরু নিয়ে এসেছেন। প্রায় ২০টি গরু তার ও তার আত্মীয়ের। তিনি আগেভাগেই এসে হাটের একটি উঁচু ও ভালো জায়গা নিয়েছেন। ২০টি গরু বিক্রি শেষ হলে তিনি আবারো গরু আনবেন বলে জানান। তবে এখনো গরুর ক্রেতা নেই বলে জানান আজমত।

ফতুল্লা হাটে আসা ফরিদপুরের কামরুল ব্যাপারি জানান, তিনি প্রতি বছরের মত এবারো ফতুল্লা হাটে গরু এনেছেন। আগেভাগে এসে গরুর জন্য স্থান নির্বাচন ও বালু নিজ খরচে দিয়ে স্থানটি উঁচু করেছেন। তিনি ও তার সঙ্গে কয়েকজন মিলে মোট ৫০টির মত গরু এনেছেন। তবে একসঙ্গে না ধীরে ধীরে গরুগুলো হাটে ওঠাবেন তিনি।

গরু নিয়ে আসার পথে নৌপথে চাঁদাবাজি না হলেও নানা রকমের হয়রানির অভিযোগ তুলেছেন ব্যাপারিরা। চাঁদাবাজি যেন না হয় সেদিকের আইন-শৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টি কামনা করেছেন তারা।

বাংলাদেশ সময়: ০৫১৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।