বুধবার (৩১ জুলাই) রাতে উপজেলার পূর্ব সিন্দুর্না এলাকার সতী নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। মৃত শিশু শিপন ওই এলাকার ওয়াজুল ইসলামের ছেলে।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ মতিয়ার রহমান বাংলানিউজকে জানান, বুধবার বিকেলে শিপন তার বোনসহ বাড়ির পাশে সতী নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর পানির স্রোতে ভেসে যায় শিপন। এরপর বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসে খবর দেয়।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের সহযোগীতায় রংপুরের ডুবুরি দল চার ঘণ্টা চেষ্টার পর রাতে শিপনের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে।
বাংলাদেশ সময়: ০৫৩৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
জেডএস