ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

৭ ঘণ্টা বন্ধ থাকার পর বিকল্প চ্যানেলে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
৭ ঘণ্টা বন্ধ থাকার পর বিকল্প চ্যানেলে ফেরি চলাচল শুরু

মাদারীপুর: নাব্যতা সংকটের কারণে টানা সাত ঘণ্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বিকল্প চ্যানেল দিয়ে ফেরি চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (০১ আগস্ট) সকাল ৭টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এরআগে, বুধবার (৩১ জুলাই) রাত থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা যায়, বুধবার  সন্ধ্যার দিকে ফেরি চললেও রাত ১২টা থেকে নাব্যতা সংকট দেখা দেয়। তখন থেকে সকাল ৭টার আগ পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে বিকল্প চ্যানেল চালু করে সকাল ৭টার দিকে ফেরি চলাচল শুরু করে।

বিআইডব্লিউটিসি’র মাওয়া জোনের ম্যানেজার (মেরিন) আহমদ আলী বলেন, লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেলমুখে নাব্যতা সংকট দেখা দেয়। রাতে বন্ধ ছিলো ফেরি চলাচল। সকাল ৭টা থেকে বিকল্প চ্যানেল চালু করে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।