ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে অস্ত্রসহ ডিবির ৬ ভুয়া সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
যাত্রাবাড়ীতে অস্ত্রসহ ডিবির ৬ ভুয়া সদস্য আটক

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ভুয়া ডিবি পুলিশের ছয় সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩১ জুলাই) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ের সংঘবদ্ধ একটি চক্রের ছয় সদস্যকে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে তিনটি আগ্নয়াস্ত্রসহ, ১০ রাউন্ড গুলি ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।